কোনো একদিন
কোনো এক সময়,
নামহীন! লেখাহীন! রঙহীন! খামহীন!
চিঠি এসে পৌঁছাবে হাতে-
পড়ে নেব চিঠিখানি হাসি মুখে
অথবা মুখ করে মলিন!
সেইদিন চলে যাব বাকহীন,
রাগহীন! ক্ষোভহীন! প্রেমহীন!
মায়াহীন! ছায়াহীন! কায়াহীন!
অচেনা অতিথির সাথে।
কোনো একদিন
কোনো এক সময়
চলে যাব সাথীহীন,
পিতা-মাতা সন্তান বিবিহীন,
সেইদিন শোধ করে দেব পৃথিবীর যত ঋণ।