নিশি রাতে কেঁদে কেঁদে
যখন থাকি সেজদারত,
তখন তুমি ক্ষমা করে দিও
আমার গুনাহ যত।
তুমি মালিক তুমি খালিক
তুমি মেহেরবান,
তোমার রহম ছাড়া কেহ
পায় না পরিত্রাণ।
ওগো রহিম ওগো করিম
ওগো রহমান,
আমার গুনাহ ক্ষমা করে দিও
হয় যদিও পাহাড় সমান।


আসমান আর জমিন মাঝে
আছে যত শূন্য,
আমার গুনাহর হিসেবে নিলে
হবে যে তা পূর্ণ।
তবুও আশা বেঁধে রাখি
হবে গুনাহ চূর্ণ,
তোমার দয়ার কাছে আমার গুনাহ
ক্ষুদ্র, অতি নগন্য।
তোমার কাছে দুহাত পেতে
ক্ষমা চাই যে অবিরত,
ক্ষমা করো প্রভু ক্ষমা করো
আমার গুনাহ যত।