বোনের রুটি ভাই খেয়েছে
মা'কে করে নালিশ,
মা কাঁদছে পতির জ্বালায়
কে করবে সালিশ।


জায়া দিবে পতির নালিশ
লোক সমাজের কাছে,
কীসের সালিশ করবে সমাজ
সমাজের দোষ আছে।


সমাজপতির করবে বিচার
উপর তলার কর্তা?
তাঁরা তো ভাই জনগণকে
বানায় আলু ভর্তা।


তাদের বিচার করতে পারবে
রাজ-প্রশাসন লোক,
কিন্তু তারাও ভীষণ খারাপ
যেমনটি হয় জোঁক।


তাদের উপর যাঁরা আছেন
রাজপরিবার বর্গ,
তারাই তো ভাই সর্বজনের
অধিকার করে খর্ব।


রাজ্য প্রধান বানায় বিধান
নিজেই করে লংঘন,
সালিশের ভার যাকেই দিবে
সেই বসাবে বন্টন।