মনের কোণে মেঘ জমেছে
চোখের কোণে জল,
কি হয়েছে? কি হয়েছে?
শূন্য সকল ফল।


শিশু বেলা কেটে গেছে
আদর সোহাগ মাখি,
শিক্ষা জীবন কেটে গেছে
পড়ায় দিয়ে ফাঁকি।


কিশোর যৌবন কেটে গেছে
স্বার্থের পিছে হাটি,
বৃদ্ধ কালে এসে দেখি-
আমলনামায় ভাটি।


কি করি ভাই? কি করি ভাই?
ভেবে দিশেহারা!
পরকালে ছাড় পাবো না
আমলনামা ছাড়া।


আমলনামা কোথায় পাবো
সময় হাতে কম,
বেলা শেষে কাটলো আমার
রঙ্গ-শালার ভ্রম।