একদিন আমরা হয়ে যাবো স্বাধীন
তোমাদের যাঁতাকলে রবো না পরাধীন,
মন থেকে ছুড়ে ফেলো ভ্রান্ত চিন্তা!
আমাদের জয় হবে আগামীর দিনটা।


তোমাদের রোষানলে পুড়বো না চিরকাল
আমরাই ফিরে পাবো ক্ষমতার হাল,
সেইদিন তোমরা হারে হারে বুঝবে
আঁধারের বুকে দুঃখে চিরকাল ঘুঁচবে।


একদিন আমরা হয়ে যাবো স্বাধীন
তোমাদের যাঁতাকলে রবো না পরাধীন,
পৃথিবীটা হয়ে যাবে যুদ্ধের প্রান্তর
পরাজয়ে কাঁদবে তোমাদের অন্তর।


মুক্তির মুজাহিদ হুংকারে ডাকবে
তোমাদের দল ভয়ে জঙ্গলে ভাগবে,
শুনে রাখো কাফেরেরা- করো না উপহাস!
আমাদের হাতে হবে তোমাদের নাশ।


সময়ের ব্যবধানে সুদিন আসবে
সেইদিন ঈমানীরা প্রাণ খুলে হাসবে,
সেইদিন আসতে খুব দেরি নয়!
আমরা করতেছি--- শক্তি সঞ্চয়।


যুদ্ধের ডাক এলে একজোটে নামবো
সেইদিন তোমাদের মেরুহাড় ভাঙবো,
একদিন আমরা হয়ে যাব স্বাধীন
তোমাদের যাঁতাকলে রবো না পরাধীন।


জুলুম-নিপীড়ন আর কত করবে?
আমাদের হাতে ঠিক তোমরাই মরবে,
মজলুমের হাত ধরে আসবে ক্ষমতা
হুঁশিয়ার সাবধান কাফের জনতা।


অচিরেই করবে ইমাম আগমন
ভয় পাও কাফের-মুশরিক জনগণ,
একদিন আমরা হয়ে যাবো স্বাধীন
তোমাদের যাঁতাকলে রবো না পরাধীন।