পাড়া গাঁয়ের দুষ্টু ছেলে
দল বেধে সব চলে,
নজর রাখে গাছের ডালে
কোন্ ক্ষেতে কি ফলে।


কোন্ বাগানে ফল ধরেছে
কেমন হলো বড়,
সন্ধা হলেই মিটিং জারি
সবাই হবে জড়ো।


গফুর চাচার আমড়া গাছে
আমড়া থোকা-থোকা,
চিকন আলী উঠবে গাছে
সবাই নিচে টোকা।


সবুর মিঞার আম গাছটায়
আম ধরেছে বেশ!
আজকে পেড়ে অর্ধেক খাবো
কালকে করবো শেষ।


পাকা কাঁঠাল ঘ্রাণ ছড়ালে
ছুটে আসে নাকে,
পাড়া গাঁয়ের দুষ্টু ছেলে
না খেয়ে কি থাকে?


ধূ-ধূ করে মাঠের পরে
বাংগি শসার ক্ষেত,
দুষ্টু ছেলের মনে জাগে
সাবাড় করার জেদ।


আম জাম পেয়ারা তাল
গাছের নারিকেল,
সকল কিছু সাবাড় শেষে
খেতে হবে বেল।


দুষ্টু ছেলের দলগুলো আজ
বড় হয়ে হাঁসে,
যেথায় তাকায় দু'চোখ ভরে
অতিত স্মৃতি ভাসে।