বইমেলা শুরু হলো চলো বই কিনি
বইগুলো লিখেছেন যত জ্ঞানী-গুণী,
গল্প কবিতা উপন্যাস নাটক ম্যাগাজিন
জ্ঞানী-গুণী লিখেছেন ভেবে রাত দিন।


জ্ঞানের খোড়াক নিয়ে মানুষের দ্বারে
বইমেলা নবরূপে এসেছে ফিরে,
চলো চলো চলো সবে বই মোরা কিনি
লেখকের কাছে আর কত রবো ঋণী।


বইয়ের পাতা জুড়ে জ্ঞানের বাহার
বই পড়ে চলো করি মনের আহার,
ছোট বড় সকলের তরে আছে বই
চলো চলো ব্যাগ ভরে বই কিনে লই।


বই পড়া অভ্যাস যার মাঝে রবে
মন তার সুবাসিত তরু-তাজা হবে,
বইমেলা মানে হলো জ্ঞান বিতরণ
বই পড়ে চলো শিখি ভালো আচরণ।


একটি বইয়ের দাম খুব বেশি নয়
ভেবে দেখো কত টাকা করি অপচয়,
শোনো শোনো সবে শোনো দিয়ে মন
বই কেনা শখ নয়, হোক প্রয়োজন।