শিশুর হাতে ফোন দিয়েছি
ডিজে গানের টোন দিয়েছি
আর কী দিব? আর কী দিব?
কী দিয়ে মন ভোলাই?


খেলনাপাতি সব দিয়েছি
এবং গাছের টব দিয়েছি
তবুও বেজার! উপায় খুঁজি-
কী দিয়ে মন ভোলাই?


খাবার পানি রোজ দিয়েছি
শান্ত থাকার‌ ডোজ দিয়েছি
তারপরেও তার ঘ্যানঘ্যানানি!
কী দিয়ে মন ভোলাই?


যেই শিশুটি ছিদকাদুনি
যায় না মোটেও খুঁতখুঁতুনি
ছড়া দিয়ে মন ভোলাই তার
করি মগজ ধোলাই।


বিঃদ্রঃ [এই ছড়াটি ''ইরিক বিরিক ছড়ার হিড়িক'' ছড়াগ্রন্থের অন্তর্ভুক্ত]