আমি শতায়ু বটগাছ,
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি নির্বাক!
এই আমারই পায়ের নিচে -
রূপবতী ষোড়শী মেয়েটিকে ধর্ষণ করেছিলো লম্পট জমিদার,
আমার প্রশস্ত বাহুতে বেঁধে -
বহু নিরীহ মানুষকে চাবুক মেরেছিলো নির্বিচার,
আমি সাক্ষী, আরও ক'টি কাক।


একটু দূরেই -
ভাঙা মসজিদ, মুখোমুখি শ্মশান!
আমার অঙ্গ, সাথে জ্বলেছিলো নিষ্পাপ প্রাণ
মাটি পুড়ে তামা হয়েছিলো খাক।
তখনও ভাঙা মসজিদে হয়নি আযান,
কেউ শোনেনি সতীদাহে জলন্ত নারীর চিৎকার,
কেউ বলেনি ছিঃ ছিঃ! দেয়নি ধিক্কার;
ওহে আমি শতায়ু বটগাছ,
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি নির্বাক!


আমি জড়ো, বাকহীন!
হে ঈশ্বর আমাকে মুক্তি দিন,
আমি প্রতিশোধের আগুনে ফুঁসে উঠি
কেটে কুটি কুটি করি জালিমের হাত-
আমি আর নতুন পাপের সাক্ষী হবো না,
এবার আমি হবো পাপীদের যম!
অথবা নিজেকে পুড়িয়ে এনে দিবো অগ্নি প্রভাত,
শোনো পাখি, উড়ে যাও ঝাঁকে ঝাঁক
ওরা আসছে - হাতে কুঠুরি, ধারালো করাত।