সুবোধ! ফিরে আসো, ফিরে আসো সুবোধ,
এই নশ্বর পৃথিবীতে তোমার উপস্থিতি একান্ত কাম্য,
অন্তত মায়ের জরায়ু থেকে ছিটকে পড়া একটি ভ্রূণের জন্য ফিরে আসো,
ফিরে আসো সুবোধ, ফিরে আসো।


সুবোধ তুমি ফিরে আসো,
ফিরে আসো মানুষের মস্তক ফুড়ে,
স্কুল পড়ুয়া কোমলমতি শিশুর ইজ্জত রক্ষার্থে ফিরে আসো,
ফিরে আসো সুবোধ ধর্ষক পুরুষের অন্ডকোষ ছিড়ে।


সুবোধ! ফিরে আসো,
ফিরে আসো মনিবের ললাট জুড়ে,
যাযাবর কাঙ্গাল বাউন্ডুলের মত আর কতকাল!
আর কত কাল থাকবে তুমি দূরে দূরে....।


সুবোধ! এই সুবোধ,
তুমি কি শুনতে পাও না চিৎকার আহাজারি,
তুমি কি দেখো না কাশ্মীর ফিলিস্তিনের উত্তপ্ত নগরী,
সুবোধ, কোথায় হারালে? কোথায় লুকালে গাদ্দার!
এই আধুনিক সভ্যতায় তুমি ফিরে আসো একবার।