জাতিতে জাতিতে ধর্মে-ধর্মে সংঘাত আজ বহু কর্মে
কেন এই সংঘাত বলো দেখি ভাই?  বলো কোন মর্মে।


যুগ যুগ ধরে হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ জড়া
সুন্দর সুষম সবুজ ভূমি রক্তের বন্যা বয়ে হয় খরা।


শীতল বাতাস জুড়ে উত্তাপে উত্তাপ যায় শুধু ছড়ে
মানুষের সাথে মানুষের সংঘাত আজ প্রতি ঘরে।


প্রকৃতির সাথে সংঘাত বেঁধে পৃথিবী করেছো বিকল?
এই নাও সংঘাত! করো মোকাবেলা, পড়াও শিকল।


কুকুরের সাথে কুকুরের সংঘাত! করে ঘেউ ঘেউ
যার সাথে বাঁধি ঘর সেও করে সংঘাত, অপমান হেউ।


হৃদয়ের কোঠরে সংঘাত দানা বাঁধে বলো কি কারণ?
সংঘাত বাঁধিবার আগে সে কথা বলা তো বারণ।


লোভ কিবা অধিকার আদায়ের সংঘাত মন শুধু জানে
তাই দেখি সংঘাত লেগে আছে রোজ পৃথিবীর সবখানে।