ভর দুপুরে মেঘ সিঁদুরে
আকাশ হলো কালচে,
ও দাদা রে! মেঘ কোথা রে?
আকাশ দেখি লালচে!


মাঠের গরু গোয়াল ফিরে
ক্ষুধার জ্বালায় ডাকে,
ভেজা পালক রোদে শুকায়
শালিক ময়ূর কাকে।


ফুটিয়ে ছাতা বলছে দাদা
মেঘ কোথা রে? রোদ!
মেঘ সিঁদুরে--- বেহাল দশা
ছাড়ছে হাওয়া পোঁদ।


ক্ষণেক মেঘ ক্ষণেক রোদ
সিঁদুরে মেঘের খেলা,
কাজের বারো বাজছে আরো
ডুবছে-- উদয় বেলা।