তোমার পথে দাড়িয়ে থাকি
কাকতাড়ুয়ার বেশে,
তাই বলে কি বকবে আমায়
কারণ বিহীন রেষে?


হাত ছড়িয়ে বুক বাড়িয়ে
দাড়িয়ে নীরব থাকি,
বুলবুলি আর ফিঙে পাখি
দুই বাহুতে রাখি।


তুমি শুধুই দূর করে দাও
আমায় ভয় করে,
আমি তো এক কাকতাড়ুয়া
রাখবো নাকো ধরে।


তোমার পথে রোজ তো থাকি
আঁখি দুটি মেলে,
তুমি আমায় ভাবো নেহাত--
কাকতাড়ুয়া ছেলে।


হলাম, হলাম, হলাম আমি
তোমার পথের বাঁধা,
আরো হলাম কৃষ্ণকলি---
তোমার প্রেমে, রাধা।