সমাজে মানবতা মুখ থুবড়ে পড়ে আছে,
রাস্তায় শুয়ে থাকা অনাথ শিশুর গায়ে মানবতার স্পর্শ লাগেনি,
মানবতা আদি যুগ থেকে ধুলো-মাটি মেখে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে,
সভ্যতার পদদলিতে মানবতা পিষ্ট হচ্ছে,
মানবতা রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে,
সমাজে এখনো মানবতার দৃষ্টি পড়েনি।


দু'মুঠো ভাতের সন্ধানে পাগলি মেয়েটি আজ গর্ভধারিনী
ছিঃ! ছিঃ! ছিঃ! এতো অবক্ষয়!
তবে কি সুশীল সমাজে মানবতা আজও আসেনি--?
সভ্যতার হাত ধরে কলিযুগে এসেছে তেলবাজি,
ব্যাভিচার লম্পট ছলনার কারবারি,
তাই আধুনিক সভ্যতায় মানবতা আসেনি।


ওই দেখ- মানবতা আসছে খুড়িয়ে,
মানবতার হাত ভাঙ্গা! পা ভাঙ্গা!
রক্তমাখা সারা অঙ্গজুড়ে,
ওই দেখ মানবতা আসছে চারিদিকে মস্তক ঘুরিয়ে।


একি হাল মানবতার?
আজ মানবতা অসুস্থ,
নিভু নিভু প্রায়!
এই সুশীল সভ্যতায়,
এই আধুনিকতায়,
সবকিছু যাচ্ছে এগিয়ে---
শুধু মানবতার হচ্ছে অবক্ষয়।