আমরা তিলে তিলে শেষ হয়ে যাই !
যেভাবে গাছের পাতা ঝরে- পঁচে গলে যায়
যেভাবে শিশির কণা মৃদু রোদে শুকিয়ে যায়
যেভাবে এক ফোটা মেঘ ঝরে পড়ে মৃত্তিকায়
ঠিক সেভাবে আমরা তিলে তিলে শেষ হয়ে যাই।


আমরা তিলে তিলে শেষ হয়ে যাই!
যেভাবে চোখের পলক- সেকেন্ডের কাটা নড়ে
যেভাবে রৌদ্রতাপে কৃষকের দেহে ঘাম ঝরে
যেভাবে আগুনে খুড়কুটা পুড়ে হয়ে যায় ছাঁই
ঠিক সেভাবে আমরা তিলে তিলে শেষ হয়ে যাই।


আমি তিলে তিলে শেষ হয়ে যাই!
যেভাবে বিশাল পাহাড় ঢলে পড়ে সাগরের বুকে
যেভাবে নদির ঢেউ ছুটে চলে মোহনার দিকে
ঠিক সেভাবে আমরা তিলে তিলে শেষ হয়ে যাই,
একে একে সকলেই ঢলে পড়ি মৃত্যুর মুখে।