শত বছর পূর্বে-
এখানে কোনো জনপদ ছিলো না
বাড়ি ঘর ছিলো না
পথ ঘাট ছিলো না।
ছিলো শুধু পাখিদের কোলাহল,
মুক্ত বাতাস, আর-
সবুজের সমারোহ।


শত বছর পর-
এখানে, হঠাৎ কারা যেন এলো;
গড়ে তুললো চিলেকোঠা
তৈরি করলো পথ ঘাট।
তারপর---
ধীরে ধীরে জনপদ ছেয়ে গেলো
হারিয়ে গেলো সবুজ মাঠ,
বিলিন হলো পশু-পাখি।


এভাবে হারাতে হারাতে
অতীতের সবকিছু হারিয়ে গেলো,
চলে এলো নতুন দিন-
হঠাৎ কে যেন চিৎকার করে বলে গেলো,
এই নাও শতাব্দীর ঋণ।