আমায় এমন অপবাদ দিওনা প্রিয়
পৃথিবী ধ্বংস হবে,
আমি কার কী ক্ষতি করেছি অতি
কোন্ দিন, কবে?
হতে পারে আমার ছোট ছোট ভুল
জীবন চলার পথে,
স্বজ্ঞানে কাউকেই করিনি আঘাত
লঙ্কা দেইনি ক্ষতে।


তারপরও তুমি যদি দাও অপবাদ
মস্তক চূর্ণ হবে,
বলো কার কী ক্ষতি করেছি অতি
কোন্ কালে, কবে?
প্রাণে সব ব্যথা সহিবার শক্তি আছে
শুধু অপবাদ বাদে,
অপবাদ দিলে ভেঙ্গে পড়ে আসমান
আরশ, সেও কাঁদে।


অপরাধ চেয়ে অন্যায় বেশি অপবাদে
অপবাদ চির মিথ্যে,
অপবাদের বোঝা নাহি মেনে লয় কেউ
নাহি বয় তার চিত্তে।
অপবাদ দিওনা প্রিয় অপবাদ দিওনা
অপবাদ ঘৃণা করি,
অপবাদ নয়! মুখে বিষ ঢেলে দাও
আকণ্ঠ গিলে মরি।