আসো প্রিয়তি নিয়তিকে ভুলি
হাতে রাখি হাত,
নিয়তির বিপরীতে তুমি আমি লড়ি
চলো করি সংঘাত।


নিয়তিকে পরাজিত করতে হবে
জীবনের কাল ঘুঁচে,
চলো প্রিয়তি, চলো যাই মোরা
নিয়তিকে দিব মুছে।


নিয়তি যে বড় নির্মম পাষাণ
ডুবাতে পারে শোকে,
তার চেয়ে ভালো নিয়তির পরাজয়
দেখুক, দেখুক লোকে।


নিয়তির পরাজয়ে তুমি যদি হও
আমার আপনজন,
জীবনের খেলাঘর সাজাবো ফুলে
যুগে যুগে নিরঞ্জন।