নিজ হাতে লিখবো নিজের নিয়তি
যদি আবার জীবন পাই,
মনে রেখো প্রিয়তি মনে রেখো-
আমি শুধু তোমাকে চাই।


মনের মত করে বাধবো খেলাঘর
প্রিয়তি তোমার তরে,
সেই ঘরে থাকবো তুমি আর আমি
জনম জনম ধরে।


জীবনের খেলাঘরে নিয়তির নির্ভর
আপন মানুষ পর,
এমন নিয়তি মানবো না প্রিয়তি
আসুক যতই ঝড়।


অবুঝের মতো নিয়তিকে তুমি
মেনে নিবে যবে,
ভেঙ্গে যাবে জীবনের সব খেলাঘর
তুমিও নিঃস্ব হবে।