বিশ্বব্যাপী জনপ্রিয় ফুটবল খেলা জানি
একটি বল নিয়েই করে সবাই টানাটানি,
জয়ের লক্ষ্যে মাঠে নামে ভিন্ন দুইটি দল
বাইশ জন খেলোয়াড়ের পায়ে ঘুরে বল,
টানটান মুহূর্তে সবাই থাকে মাতোয়ারা!
একটি গোলেই জেতা বা হতে পারে হারা।


ফুটবল খেলা মজার খেলা মনে প্রাণে মানি
কিন্তু খেলা আবিস্কারের তথ্য কয়জন জানি?
নিজকে নিজে প্রশ্ন করি ফুটবল প্রেমী যারা
ফুটবল খেলা আবিস্কার করলো কবে কারা?
প্রাচীন যুগের ইতিহাস ও বহু তথ্য ঘেঁটে
এই তথ্যটি পেলাম তাই ভাবনা গেলো কেটে।


রাজায় রাজায় যুদ্ধ হতো আসলে মনে জেদ
ধার্য করতো পুরস্কার, করতে শিরচ্ছেদ!
আনতো মাথা বীর সেনা, মারতো রাজা লাথি
রাজ্য জয়ের উল্লাসে উঠতো মেতে স্বজাতি,
সেই ধারণা থেকেই হলো ফুটবল আবিস্কার
তাই তো খেলায় জয়ী দল পায় পুরস্কার।