সকাল-বিকাল রাত্রি দুপুর
থাকি কাজে ব্যাস্ত,
আহার-নিদ্রা সবই করি
কাজে থেকে ন্যাস্ত।


একটুখানি জিড়াই নাকো
দাড়াই নাকো পথে,
দলবেঁধে সব ছুটে বেড়াই
থাকি একই সাথে।


আহার যোগার করি মোরা
সংরক্ষণও করি,
ছোট্ট ছোট্ট ছানার মুখে
খাবার তুলে ধরি।


বৃষ্টি-বাদল এসে যখন
ভাঙ্গে মোদের বাড়ি,
দলবেঁধে সব একই সাথে
জমাই দূরে পাড়ি।


রাজা বাদশা দলের নেতা
সবাই করি কাজ,
নিজের আহার করবো জোগাড়
তাতে কিসের লাজ।