ছড়াময় জীবনে ছড়াদের ছড়াছড়ি-
ছড়া নিয়ে রাতদিন করা শুধু দৌড়াদৌড়ি,
মেঠো পথে ছড়া কাঁদে শিশিরের দানা বেঁধে
ভোরবেলা কুয়াশায় ছড়া আসে নিজে সেধে।
ঝলমলে রোদ্দুরে ছড়া হাসে খিল্ খিল্
ডাহুকের মত ছড়া ডাকে শত বিল ঝিল,
গাছে গাছে ছড়ারা ফুলকলি হয়ে ফুটে
মৌমাছি হয়ে ছড়া বনে বনে যায় ছুটে।


ছড়াময় জীবনে ছড়াদের বসবাস-
ছড়া নিয়ে নানা লোকে করে যায় উপহাস,
কটু কথায় কান দিয়ে ছড়ারা কাঁদে না
তোষামোদি করে ছড়া কারো তরে রাঁধে না।
নিরপেক্ষ ছড়ারা বুঝে সব হালচাল!!
কেন লোকে কবিদের দেয় শুধু বাজে গাল,
কেন জাত কবিদের পায়ে বাঁধে বেরি?
ছড়া আর কবিতা যে নীতিকথার ফেরি।