বিশ্বাস বস্তুটি কাঁচের মত ভঙ্গুর
আবার পাথরের চেয়েও হাজারগুন কঠিন,
বিশ্বাস বস্তুটি পানির মতো তরল
আবার কোল্ড স্টোরেজে জমানো বরফের মত শক্ত।
একজনের বিশ্বাস আরেকজনের কাছে তুচ্ছ হতে পারে,
তবে যাঁর যাঁর বিশ্বাস তাঁর তাঁর কাছে অমূল্য সম্পদ।
তাই চাইলেই যাঁকে তাঁকে বিশ্বাস করা যায় না
কারণ সঠিক সময়ে বিশ্বাসের মূল্য সবাই দিতে জানে না।