জন্ম নিয়াছো ভবে মরিতে হইবে
তাই বলে কী পিষ্ট হয়ে?
জালিম শাসকের শোষণ পীড়ন
সবকিছু অনায়াসে সয়ে-
যদি মানুষের বাচ্চা হয়েই থাকো
বিবেক বোধে জাগ্রত হও,
শুনে রাখো তুমিই বীর মুজাহিদ
ভীরু কাপুরুষ জাতি নও।
তোমার রক্তে বহিছে আজও
খাঁটি ঈমানের শক্তি প্রলয়,
অচিরেই আসবে রবের সাহায্য
মনে যেন না ঢুকে ভয়।
যুদ্ধের ময়দানে ছুটে যাও সৈনিক
রবের হুকুম পালন লক্ষ্যে,
আল্লাহু আকবার তাকবীর মুখে
আর লা-ইলাহা রেখে বক্ষে।
লোভ লালসায় ডুবে আর কত খাবে?
দুনিয়াবি পাতিলের ক্ষীর!
হাত মুখ ধুয়ে চোখ মেলে তাকাও
জেগে ওঠো হে ঈমানী বীর।