বাবা আমার অনেক ভালো
বাবার মত কে হয় বলো?
বাবা আমায় কোলে নিতেন
দু গাল ভরে চুমু খেতেন,
কাঁধে নিতেন, পিঠে নিতেন,
মাথায় করে গঞ্জে যেতেন।
মাথায় হাত বুলিয়ে দিতেন
অনেক অনেক আদর করতেন
আমার জন্য দোয়া করতেন।


বাবা আমার অনেক ভালো
বাবার মত কে হয় বলো?
বাবা ছিলেন বৃক্ষের মত
অবিরত ছায়া দিতেন
মজার মজার খাবার কিনে
মুখে তুলে খাইয়ে দিতেন।


রোদ বৃষ্টি বা ঝড় এলে---
কিংবা মনে দুঃখ পেলে,
বাবা সবই সামলে নিতেন,
অসুখ-বিসুখ যখন হতো
বাবা অনেক কষ্ট পেতেন,
ঔষুধ ডাক্তার সাধ্যমত
জাদুর মত এনে দিতেন।


বাবা আমার অনেক ভালো
বাবার মত কে হয় বলো?
বাবার হাতের আঙ্গুল ধরে
জানছি কত অজানারে,
এখন শুধু মনে পড়ে
আজকে বাবা নেই যে ঘরে।
বাবা আমার মানিক রতন
ছিল হীরার খনি
বাবা আমার যখন ছিল
তখন আমি ছিলাম ধনী।


আজকে আমার বাবা নেই
ছায়ার মতো বৃক্ষ নেই,
সাহস করার শক্তি নেই,
একটা কথা শোনো সবাই
বাবার কদর করবে সদাই,
যার বাবা নেই সেই তো জানে--
দুঃখ এসে মনে হানে,
স্মৃতির পাতায় কড়া নেড়ে,
বাবার কথা মনে পড়ে।


কান্না আসে দুচোখ বেয়ে
অশ্রু ঝরে অশ্রু ঝরে
দুঃখ এসে রাখে ঘিরে
যেথায় তাকায় যেথায় যায়
বাবার স্মৃতি ঘিরে রয়
পড়বে মনে ক্ষণে ক্ষণে,
বাবা যেদিন থাকবে না গো
থাকবে না এই ভুবনে।