স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে
দেশদ্রোহী মাতলো আবার ফুর্তিতে,
রাজপথে ওই বিদ্রোহীদের রক্ত
ঝরায় কারা? দেশদ্রোহীর ভক্ত।


গদির লোভের নেই যে কোনো অন্ত
তাই তো শুরু নতুন ষড়যন্ত্র!
ডিজিটালে মামলা দায়ের শুরু-
করছে কে? ওই যে নাটের গুরু।


গুম হত্যা চলছে যুগ ধরে
আরো অনেক আছে অগোচরে,
দুর্নীতিটা ক্রমেই ঊর্ধ্বগামী-
তবুও সে- মানবতার মামি।


আলেম দেখলে গা জ্বলে তার বেশ
কথায় টানে মুক্তিযুদ্ধের রেশ!
রাজপথে আর শাপলা চত্বর মোড়ে
কত মানুষ মরলো ন্যায়ের তরে।


নিত্য দিন কত কিছু ঘটে
ধামাচাঁপা দিয়েও থাকে বটে!
এভাবেই কি চষবে তারা হাল
নাকি তোরা তুলবি ন্যায়ের পাল।