তুমি যখন আমাকে গাছের ডালপালার মত ভেঙ্গে ফেলো,
তখন আমি কচি ডালপালা হয়ে নতুন রূপে জন্মায়।


তুমি যখন আমাকে নদীর ভাঙ্গা পাড়ের মত নিঃস্ব করে দাও
তখন আমি বুক ভরা আশা নিয়ে নতুনভাবে গড়ে উঠি।


তুমি যখন আমার হৃদয়টাকে কাচের মত ভেঙে টুকরো টুকরো করে দাও
তখনও আমি ভাঙ্গা হৃদয়ের প্রতিটি টুকরে নিপুণভাবে তোমার ছবি আঁকি।


তুমি নিজের স্বার্থের জন্য আমাকে যতবার ভেঙ্গে ফেলো,
আমি তোমার স্বার্থের জন্য নিজেকে ততবার গড়ে তুলি।


তোমার সমস্ত অপমান অবজ্ঞা বঞ্চনা যদি আমার দিকে ঘৃণার দৃষ্টিতে ছুড়ে মারো,
তবুও আমার সমস্ত সুখ শান্তি ভালোবাসা শুধু তোমার জন্যই বরাদ্দ থাকবে।