শিক্ষা যাদের ভুলে ভরা
ভুলে ভরা মন,
ভুল বুঝলে নিজের ভুলে
নিজে হয় দংশন।


ভুল করলেও গুরুজনের
হয়না কভু ভুল,
গুরুর ভুলে শীর্ষ জনের
দিতে হয় মাশুল।


এপার ওপার নদী পারাপার
বৈঠা খালি হাতে,
আমি দক্ষ নাবিক না বলে
মরি জলের পাতে।


জোয়ার এলে নদীর পানি
উঁপচে উঠে ফুলে,
কানায় কানায় জীবনটা মোর
ভরে গেছে ভুলে।


পদ্য গদ্য শিখতে গিয়ে
ভুল কষেছি অংক,
পরের কথায় কান দিয়ে
মান ক্ষয়েছি অসংখ্য।


ভিন্নভাবে অনেক কিছুই
বুঝতে পারলাম বেশ,
ভুল বুঝিয়া জীবনখানি
প্রায় করেছি শেষ।


শিখতে গেলে ভুল তো হবে
এই কথাটি খাঁটি,
ভুল শিক্ষা গ্রহণ করলে----
চিত্তে পড়ে ভাটি।


ভুলে ভরা জীবনটাতে
ভুল করেছি বেশ,
ভুলে ভুলেই জীবনটা মোর
হয়ে গেলো শেষ।