কোনখানে কার মরণ হবে- কি জানি কখন--
সময় থাকতে করো রে মন রবের আরাধন,
জন্ম নিয়ে মায়ের কোলে- নব শিশুর মৃত্যু হলে  
তুমি কেন ভাবো যুবক- মরণ হবে বৃদ্ধকালে।    
নিত্য কত যুবক মরে গাড়ি চাপায় পিষ্ট হয়ে-
তবু কেন মরণ ভয়ে কাঁদে না তোমার মন,
সময় থাকতে করো রে মন রবের আরাধন।  


সারাদিন রঙ্গরসে মেতে রও কিসের আশে
কত মানুষ মরছে দেখো তোমারি চারিপাশে,
আমলহীন মরণ হলে কি হবে তখন---
সময় থাকতে করো রে মন রবের আরাধন।


অহংকার ব্যভিচারে যারা রোজ মরে ওরে---
তারা কি পাবে রে ঠাঁই! রবের ওই আরশ দ্বারে,
ক্ষমতার বাহাদুরি- যত তোর ছলচতুরি-
রবে না চিরদিন! হবে রে মরণ,
সময় থাকতে করো রে মন রবের আরাধন।


দিন গুনে আসা ভবে, যাওয়া নয় একই ভাবে
হঠাৎ করে প্রাণ পাখিটার বন্ধ হবে দম,
কোনখানে কার মরণ হবে, কি জানি কখন--
সময় থাকতে করো রে মন রবের আরাধন।