হে ইতিহাস, থেকো সাক্ষী-
আজ বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিলাম
একটি স্বাধীন দেশের নাম,
যেই দেশ ছিলো শোষিত নিপীড়িত নির্যাতিত;
আজ তাঁকে দিলাম লাল সবুজের মনোগ্রাম।


হে ইতিহাস, স্বর্ণাক্ষরে লিখে রাখো-
ত্রিশ লক্ষ কিংবা তার অধিক শহীদের নাম,
হে পৃথিবী মনে রেখো, কড়ায় গণ্ডায় বুঝিয়ে নিবো-
আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের দাম।


আজ কান পেতে শুনে রাখো বিশ্ব জনতা
এই দেশে আর হতে দিবো না শোষণ নিপীড়ন বর্বরতা,
শুনে রাখো পৃথিবী, লিখে রাখো ইতিহাস-
আজ বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিলাম বাংলার স্বাধীনতা।


"জয় বাংলা, বাংলার জয়"
দেখি- আজ থেকে কে করে বাংলার ক্ষয়!
জেগে ওঠো বীর, জেগে ওঠো- রক্তের প্রতিটি কণিকাময়,
আর নয়, আর নয়, আর নয় কোনো ভয়।


এই পতাকা, এই স্বাধীনতা-
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফল,
দেখি- কোন্ হারামির বাচ্চা ছিনিয়ে নিতে আসে বাঙালির স্বাধীনতা,
দেখি কার কতটুকু হিম্মত, দেখি কার কতটুকু বল।


বাঙালির স্বাধীনতা কিনে নিবি কে?
দে, ত্রিশ লক্ষাধিক শহীদের প্রাণের দাম দে-
দাম দে হারামজাদা, নয় মান দে----
জানিস--- এই স্বাধীনতার জন্য আজও ছেলে হারা মা কান্দে।