এলো, এলো, এলো রে!
এলো রে বৈশাখ,
বাজা ঢোল, বাজা বাঁশি
হাসি-খুশি থাক,
খোকা-খুকি আয় রে!
নাচি আর গাই রে-
দেখ! দেখ! ফিরে এলো
পহেলা বৈশাখ।


যুবকের দল তোরা
কোনখানে গেলি রে?
আয় তোরা মাঠে আয়
লাঠি খেলা খেলি রে!
শোন্ মেয়ে শাড়ি পর
পায়ে দে আলতা,
এই দিন চলে গেলে-
পাবি না কাল তা।


পেঁয়াজ নুন কাঁচা মরিচ
ভাজা মাছ পান্তা,
খাওয়া লাগে নববর্ষে-
বাঙালি তা জান্তা,
খেলা হবে, মেলা হবে
নববর্ষের বরণে,
দেখি ঘরে রাখে কে রে?
দড়ি বেঁধে চরণে।