আমি মানুষ ফুলের চাষি
ফুলকে ভীষণ ভালোবাসি,
রংবেরঙের ফুলের মতোই
পাপড়ি মেলে দিব্যি হাসি।


মনটা আমার ফুলের বাগান
হরেক পাখি গায় এসে গান,
ফুলের মতোই স্বার্থ ছাড়া
সুবাস করি সবাইকে দান।


সকাল হলে পাপড়ি মেলি
প্রজাপতির সাথে খেলি,
হঠাৎ মনে প্রশ্ন জাগে-----
ফুল হয়ে তুই কী পেলি?


পাওয়ার তরে নয়কো মোটে
দেওয়ার তরেই ফোটে,
ফুলের মতো সুন্দর হৃদয়---
কয়জনের-ই জোটে?