সেদিন পঁচিশে মার্চ উনিশ শত একাত্তর সাল
কালো থাবায় বঙ্গভূমি হলো ভীষণ লাল,
ছাব্বিশে মার্চ দামাল ছেলে করতে স্বদেশ মুক্ত
স্বাধীনতার জন্য সবাই হলো যুদ্ধে যুক্ত।


নয়টি মাস কারো চোখে দেয়নি ধরা সুখ নিঁদ
মুক্তিযুদ্ধে ঝরলো রক্ত, হলো লক্ষ শহীদ,
আরও হলো ধর্ষিত বউ কিশোরী মা বোন শিশু
মুক্তির তরে এসেছিলো বঙ্গীয় এক যীশু।


নাম ছিলো তার শেখ মুজিবুর, ডাকনাম খোকা
জ্ঞানী ছিলো, গুণী ছিলো, নেতা ছিলো একরোখা,
শেখ মুজিবের ভাষণে এক হয়ে দেশ জনতা
করেছিলো উচ্ছেদ পাক হানাদের ক্ষমতা।


দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে
বীর বাঙ্গালী বিজয় নিয়ে এসেছিলো হেসে,
এই দিন, উনিশ শত একাত্তর ষোল ডিসেম্বর
লাল সবুজের পতাকা হয়েছে চির অমর।