আমি শতাব্দী ধরে পৃথিবীর পথ হাঁটিতেছি
আজও ঘুরে ঘুরে সেই একই বৃত্তে,
ষড়রিপুর খাঁচা থেকে কবে পাবো মুক্তি?
মুক্তির সাধনা মোর আপন চিত্তে!


আমি ঠুকে ঠুকে ডানার বাঁধন ছিঁড়িয়াছি
খুব কষ্টে খুলিয়াছি পায়ের বেরি;
এবার খাঁচা থেকে বেরিয়েই উড়াল দিব
আর এক দন্ডও করিবো না দেরি‌।


আমি খাঁচার ভেতর থেকে যেই বেরিয়েছি
শূন্যের বুকে ঠিক উড়াল দিব বলে,
অমনি কোত্থেকে এক ভয়ানক শিকারী এসে
দুটো ডানা ভেঙে নিয়ে গেল চলে!!


আমি সেদিন খাঁচা থেকে বেরিয়েছিলাম-
উড়াল দিব বলে................।।