রাসেল সোনা, রাসেল সোনা
লুকোচুরি আর খেলো না
বেরিয়ে আসো যেথায় আছো লুকিয়ে,
তোমার শোকে কাঁদছে দু'বোন
আর শিশুদের কোমল মন
কাঁদতে কাঁদতে তের নদী যাচ্ছে শুকিয়ে,
রাসেল সোনা বেরিয়ে আসো-
আর থেকো না লুকিয়ে।


ফুল পাখিরা ডাকছে শোনো
ঘরের কোণের ব্যাঙটি কুনো
ডাকছে আরও পাঠশালাদের পড়া,
সাগর নদী ডাকছে রোজ
প্রজাপতিও করছে খোঁজ
হন্যে হয়ে খুঁজছে তোমায়  ধরা,
পাচ্ছে না কেউ কোনো খানে,
রাসেল তুমি কোন্ খানে?