শিক্ষকতা মহান পেশা নেই কোনো তার জুড়ি
তাঁদের কাছে শিক্ষা পেয়ে বেড়ে ওঠে শিশু কুঁড়ি,
নতুন কুঁড়ি ভাবতে শিখে পেয়ে জ্ঞানের আলো
বুঝতে শিখে তফাৎটা ঠিক কোনটা মন্দ ভালো।
এই জগতে শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর
শিক্ষকেরাই ছাত্র ছাত্রীরা সবচে ভালো সহচর,
শিক্ষকেরা করতে শিখায় নম্র ভদ্র আচরণ
চলতে শিখায় সঠিক পথে করতে অবাধ বিচরণ।


শিক্ষকেরা জ্ঞানের সূর্য, ছড়িয়ে দেয় আলো
জগত থেকে সমাজ থেকে দূর করে দেয় কালো,
শিক্ষকেরা সাগর পাহাড়, শিক্ষকেরাই নদী
অটল হয়ে নিটোল রয়ে যায় বয়ে যায় নিরবধি।
বাবা মায়ের পরেই থাকে শিক্ষা গুরুর স্থান
শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় করি তাঁদের সম্মান,
যাদের শিক্ষায় যাদের দীক্ষায় জীবন উঠে গড়ে
এই কবিতা লিখছি শুধু তাঁদের স্মরণ করে।


বাবা মায়ে বলতে শিখায়, শিক্ষকেরা পড়তে
পড়ার সাথে শিখায় আরও কলমখানি ধরতে,
বলতে শিখি, পড়তে শিখি, শিখি কলম ধরতে
তাঁদের কাছেই শিখি উপায় জীবন যুদ্ধে লড়তে।
তাঁদের শিক্ষায় পাঠশালাটা থাকে সদা মোহিত
তাঁদের শিক্ষা সবখানেতেই খুঁজে দেখি রহিত,
শিক্ষাদানে আপন প্রাণে শিক্ষকেরা হাসে -
তাঁদের স্মৃতি শাসন প্রীতি দু'চোখ জুড়ে ভাসে।