সময়ের স্রোতে মোরা যাই ভেসে ভেসে
দূর থেকে বহুদূর মুসাফির বেশে,
সময়ের স্রোতে মোরা এসেছি হেঁসে হেঁসে
পিতৃর শিরা বেয়ে মাতৃর তলদেশে।


সময়ের স্রোতে ভেসে হাবুডুবু কিছু মাস
ধীরে ধীরে গড়ে তোলা মুক্তির আশ,
সেথা মোদের কিছুদিন হয়েছিলো ঠাঁই
তারপর পৃথিবীতে- মুসাফির তাই।


সময়ের স্রোতে ভেসে কাল পরিবর্তন
প্রথমে জ্ঞানহীন আয়ু হয় কর্তন,
দিন আসে দিন যায় মুসাফির মানবের
সাক্ষাৎ হয় রোজ শয়তান দানবের।


সময়ের স্রোতে ভেসে শিশু হয় বৃদ্ধ
কেউ হয় পাপে জড়া কেউ হয় শুদ্ধ,
পাপী যারা রয় তারা ভুলে কথা মনিবের
ভালো লোক ভাবে সে মুসাফির ক্ষণিকের।


মুসাফির বেশে ভবে আসা-যাওয়া সকলের
দুনিয়াটা ভরপুর জ্ঞানহীন নকলের,
সময়ের স্রোতে ভেসে মহাকালে পদার্পণ
সেথা আছে নিজ কৃতকর্মের দর্পণ।


দর্পণে ভেসে উঠা দেখে নিজ রূপখানি
চোখ হবে জ্বলজ্বল কারো ভরা পানি,
সময়ের স্রোতে ভেসে কেউ যাবে স্বর্গে
কেউ যাবে দুখময় নরকের গর্ভে।