এই সমাজে আলো নেই
ভীষণ রকম অন্ধকার,
আঁধার দেখে হয় যে খুশি
হট্টগোল আর দ্বন্দকার।


একটা যদি আলোর প্রদীপ
জ্বলে উঠে ভুল করে,
ওমনি এসে সমাজের লোক
ঘাড় মটকিয়ে দেয় ধরে।


এই সমাজে ভালো মানুষ
হাতে গোনা পাঁচটি নেই,
ভালোর মতো দেখতে যাকে-
সে হারামী বড্ড সেই।


এই সমাজে হাজার হাজার
নষ্ট মানুষ জন্মে রোজ,
হাল নাগাদের মতো কী কেউ
রাখে বল তাদের খোঁজ?


এই সমাজে নষ্ট মানুষ
বাড়ছে দ্বিগুন হারে,
এই কথাটি শুনবে না কেউ
বলবো আমি কারে?


এই সমাজে বজ্রকণ্ঠী---
মানুষের খুব অভাব,
এই সমাজের মানুষদের ভাই
কাকতাড়ুয়া স্বভাব।