মূর্খের সাথে নাহি আমি আজি
তর্কে জড়াতে রাজি,
এরা হলো অবুজ পশুর ন্যায়
দুষ্টু কপট পাজি।


রোজ রোজ এরা স্বার্থের লাগি
পরকে আঘাত হানে,
এরা ভালো মন্দের বাছ-বিচার
নাহি কিছু জানে।


জ্ঞানী যদি হতে চাও তবে
মূর্খের সঙ্গ ছাড়ো,
মনে রেখো ভাই মূর্খের সঙ্গ
মূর্খতা বাড়ায় আরো।


জ্ঞানী লোক হলো আলোর মত
আঁধারে উজ্জ্বল দীপ্তমান,
মূর্খের সাথে যারা তর্কে জড়ায় না
তারাই তো বুদ্ধিমান।