তোমার নিমন্ত্রণে এসেছি প্রিয়
এসেছি তোমার আঙ্গিনায়,
আমি জেনেছি তোমার মনের কথা
বুঝেছি কথার ভঙ্গিমায়।


হাসির জোয়ারে ভাসিয়ে আমায়
তুমি করেছো আমায় মুগ্ধ,
আমি তোমার কাছে ঋণী যে হলাম
আমি চিরদিন রবো ঋদ্ধ।


তুমি দীঘল কালো আখির গভীরে
আমায় করেছো বন্দি,
তোমার নিমন্ত্রণে ছিলো তবে কি-
ছিলো কী প্রেমের সন্ধি?


প্রভাতী হাওয়ার শীতল পরশ
মনে দিয়ে যায় দোল,
যত দেখি শিশিরে তোমার ছোঁয়া
রাঙ্গা চরণ দুটি নিটোল।


ফুল আর পাতা করে কানাকানি
মৌমাছি যায় গান গেয়ে,
মেঘের আড়ালেও সূর্যটা হাসে
প্রেমের নিমন্ত্রণ পেয়ে।