ট্রেন নিয়ে টেনশন
তেল নিয়ে খেল,
বিয়ে নিয়ে অনশন
রূপকথা ফেল!


মেতে আছে জনগণ
নানাবিধ ইস্যুতে,
কার কতো লাভ হলো
ছুটে এর পিছুতে?


ইস্যু যায়, ইস্যু আসে-
এই দেশে বারবার,
ইস্যু হলো ছুড়ে ফেলা
রাজনীতির চাড়।


জনগণ ইস্যু খায়
মাখে রাত দিন,
ইস্যু পেলে জনগণ
হয় বোধহীন।


ইস্যুময় এই দেশ
হবে ঠিক নাজেহাল!
আজ নয়, জনগণ-
টের পাবে কাল।