দেখো গাছের নরম ডগায়
কচি কচি পাতা,
তারা ধীরে ধীরে বেড়ে উঠে
বাড়ে সজীবতা।


গাছগুলো ভরে উঠে সবুজে
ধরে ফুল ফল,
মেয়াদ শেষে ঠিক ঝরে যায়
ঐ গাছের তল।


গাছের পাতারাও বৃদ্ধ হয়
হয় হলদে রঙ,
টুপ করে ঝরে পড়ে একা
ছেড়ে বাকি সঙ।


পাতা মিশে যায় মাটির সাথে
শোন- অবুঝ মন,
প্রকৃতির নিয়ম মরতেই হবে
এর নাম জীবন।


১২/০৯/২০২১ খ্রিষ্টাব্দে "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত হয়।