ছোটবেলার সব স্মৃতি আমার মনে নেই,
তবে কিছু কিছু কথা মনে আছে।
গায়ের রঙ কালো বলে অনেকেই আমাকে কালু বলে ডাকতো,
তাই আমি কখনো তাদের কাছে সুদর্শন উপাধি আশা করিনি।
আমার সহপাঠী, আমার বন্ধুরা, সব সময় আমাকে বন্ধু ভাবতো-
তাই কখনো তাদের শত্রু ভাবার সুযোগ দেইনি।


আমার পরিচিত যারা আমাকে সাদামাটা বোকা মনে করে,
আমি কখনো তাদের সাথে চালাকি করিনি।
যারা আমাকে সহজ-সরল সাধারণ মানুষ মনে করে,
আমি কখনো তাদের কাছে অসাধারণ হওয়ার চেষ্টা করিনি।


তোমরা আমাকে যে যেমনটি ভাবো-
আমি তোমাদের দৃষ্টিতে ঠিক তেমন।


একজন মানুষ সবার দৃষ্টিতে যেমন ভালো নয়
তেমনি সবার দৃষ্টিতে খারাপও নয়,
যার দৃষ্টিতে মানুষের দোষ গুণ যতটুকু ধরা পড়ে
মানুষ তার সম্পর্কে ততটুকু ধারণা পোষণ করে।


কারো দৃষ্টিতে তুমি হতে পারো ভগবান,
আবার কারো দৃষ্টিতে শয়তান।
তুমি যার সামনে নিজেকে যেমনভাবে উপস্থাপন করবে
সে তোমার প্রতি ঠিক তেমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে।