কথায় কথায় মিথ্যা বলার স্বভাব যাদের আছে
তারাই কেবল কুৎসা রটায় ঘুরে লোকের পাছে,
তিলকে তারা তাল যে বানায় নানা কথার ছলে
দোহাই লাগে থেকো না ভাই ঐ মানুষদের দলে।


মিথ্যা কথা বলে যারা, তারা- ভীষণ রকম মন্দ
মিথ্যা কথার কূটকৌশলে লাগিয়ে বেড়ায় দ্বন্দ্ব,
ঘরের কথা বাইরে লাগায়, বাইরের কথা ঘরে
মিথ্যা কথার প্রলেপ দিয়ে নানা কথা জড়ে।


বিশ্বাসের ঘর ভেঙ্গে দিতে মিথ্যাবাদীর নেই জুড়ি
মিথ্যাবাদীর মুখের কথা খুব ধারালো সূক্ষ্ম ছুরি,
বাঘ বলো সিংহ বলো কিংবা বলো ভূতের দাদি
তাদের চেয়েও খুব ভয়ানক যারা হয় মিথ্যাবাদী।


আশেপাশের মানুষগুলো মিথ্যা কথা বলতে পারে
কথা কাজে অমিল পেলে চিনবে তুমি হাড়ে হাড়ে,
মিথ্যাবাদী মানুষগুলো খুব রসিক আর চালাক
তাদের সাথে সম্পর্ক নয়! দিবে হাজার তালাক।