আজকে আমার মন ভালো নাই
বল তো কোথায় যাই রে
নদীর ধারে! খোলা মাঠে!
কোথাও হাওয়া নাই রে
বল তো কোথায় যাই রে?


বাহিরে রোগ, ভেতরে শোক
কিছুই তো ঠিক নাই রে
আবেগী মন! ফুরফুরে ক্ষণ!
আগের মতো নাই রে
বল তো কোথায় যাই রে?


ফুল বাগানে ফুলের কলি
ফুটেনি আজ ভাই রে,
মৌমাছি আর প্রজাপতি
ফুল বাগানে নাই রে
বল তো কোথায় যাই রে?


সাদা কালো মেঘ জমেছে
রংধনু আজ নাই রে
ডানা মেলে ফড়িংয়ের দল
আজ তো উড়ে নাই রে
বল তো কোথায় যাই রে?


হরেক রকম ফেরিওয়ালা
সুর তো হাঁকে নাই রে
কাঁনামাছি দৌড় গোল্লাছুট
কেউ খেলে না বাইরে
বল তো কোথায় যাই রে?


আজকে আমার মন ভালো নাই
বুঝে না কেউ ভাই রে
কাটছে আমার একলা জীবন
তাইরে নাইরে নাই রে
বল তো কোথায় যাই রে?