যে তোমাকে ভালোবাসে, ভালোবেসো তাকে
খুব যতনে আগলে রেখো, যে তোমাকে রাখে।
তোমার দুঃখের কথা শুনে মনটা যার হয় ভার
দোহাই লাগে তার প্রতি কোরো নাকো অবিচার।
তোমার দুখের করুণ সময় পেয়েছিলে যাকে-
সুখের সময় সুখ দিও ভাই একটু হলেও তাকে।


আট'শো কোটি নারী পুরুষ এই জগতে আছে
তবুও কেন একটি মানুষ তোমায় ভালোবাসে,
এই কথাটি কখনো কি ভাবছো মনে মনে?
কে তোমাকে ভালোবেসে থাকে তোমার সনে।
হয়তো তুমি জানতে পারো, বুঝতে পারো ঢের!
তবুও কেন তার হৃদয়ে আঘাত হানো ফের?


এই জগতে অনেক মানুষ! ভালোবাসার মানুষ কম,
যে তোমাকে ভালোবাসে- ভালোবেসো থাকতে দম।
দম ফুরালে ভালোবাসার মূল্য দিবে কিসে?
হয়তো শোকে কাতর হবে আর হারাবে দিশে।
তাতেই কি ভালোবাসার হবে সঠিক মূল্যায়ন?
বুদ্ধি এলেও কাজ হয়না চোর যখন হয় পলায়ন।


যে তোমাকে ভালোবাসে, তাকেও তুমি ভালোবেসো
তার খুশিতে মাঝে মাঝে মিথ্যে হলেও একটু হেসো,
যে তোমাকে ভালোবাসে-- মন্দ জেনেও বারবার
তাকে না হয় বললে হেসে ভালোবাসি একবার।
যার সকল ভালোবাসা তোমার তরে জমা থাকে--
কৃপণতা না করে ভাই সত্যি ভালোবেসো তাকে।