আমি একদিন প্রেমিক হবো
সবার মনে আমি রবো,
বলবে না কেউ ধিক্
আমি হবো প্রেমিক।
চাঁদকে আমি বাসবো ভালো
বাসবো চাঁদের শশী,
ছোট-বড় বাসবো সবা'ক
বাসবো প্রতিবেশী।


গাছ-গাছালি পাখ-পাখালি
বাসবো তরু-লতা,
সবার মাঝে বিলিয়ে দেবো
প্রেমের নিগূঢ়তা।
সবাই আমায় বাসবে ভালো
বাসবে ভালো ঠিক!
আমি একদিন প্রেমিক হবো
হবো সবার প্রেমিক।


সাগর নদী বাসবো ভালো
বাসবো পোকা-মাকড়,
সবার মাঝে ছড়িয়ে দেবো
ভালোবাসার শেকড়।
কাঁকড়া ঝিনুক বাসবো ভালো
বাসবো জলের জীব,
এই দুনিয়ার সবার কাছে
আমি হবো প্রেমিক।


বাসবো ভালো শস্য-দানা
মাটির ধূলি-কণা,
বাসবো ভালো ধনী-গরীব
এতিম সকল জনা।
বাসবো ভালো ফুলের কলি
পথে ফোটা ফুল,
আমি একদিন প্রেমিক হবো
নেই'কো তাহার ভুল।


বাসবো ভালো দিনের আলো
রাতের আঁধার কালো,
বাসবো ভালো পরিপাটি---
সকল এলোমেলো।
আমি একদিন প্রেমিক হবো
সবার মনে আমি রবো,
বলবে না কেউ ধিক্
আমি হবো প্রেমিক।