রিক্সাওয়ালা মামা হয়
লাটসাহেবেরা স্যার,
আমি বাপু কিচ্ছুটি নয়
হবোই কিবা কার?


আমি কেবল কাব্য লিখি
দু'চার কলম তাও,
এতেই কারো রাগ চটে যায়
করতে চায় উধাও!


কি করি ভাই' লাজে মরি!
লজ্জা কোথায় পাই?
লোকে বলে বেশর্মা তুই
মোটেও শরম নাই।


ঠিক বলেছে, ঠিক বলেছে
লজ্জা আবার কিসে?
লজ্জা আমার মরে গেছে
তোমরা দিছো পিষে।


তোমরা থাকো সাধুর দলে
আমার আছে দল কী?
খাতার পাতায় লিখা ছাড়া
আছে এমন বল কী?


যেটুকু আছে সেটুকু তোমরা
নিতেই চাও কেড়ে,
বলছি শোনো- মরতে রাজি
হাল দিবো না ছেড়ে।


স্বীকৃতি নয়, সভ্যতা চাই-
সকল জাতির কাছে,
মানুষ মরুক' নাম যেন তার
হাজার বছর বাঁচে।