দাদু ডাকিয়া কহিলেন শোনো
শোনো প্রাণপ্রিয় মোর নাতি,
তোমরা আকাশে পাখি ওড়া দেখো
আমরা তো দেখিতাম হাতি,
মেঘেদের মতো পেঁজা তুলোতুলো
আকাশে করতো উড়াউড়ি-
বড়ো বড়ো রাক্ষুসে শাকচুন্নীরাও
রাতদিন করতো ঘোরাঘুরি।


আমি বলিলাম 'নাহি জানি দাদু!'
বাদ দিন মিথ্যা মাতামাতি,
আমরা যা দেখি- নয় তা মেকী
প্রতিক্ষণ প্রতি দিবস রাতি,
ইয়া বড়ো ডানা মেলে উড়ে আকাশে
নয় সে কোনো জীবজন্তু জাতি,
দেহখানা তাঁর যেন মস্ত পাহাড়
আমি বলি তাঁরে যান্ত্রিক হাতি।