যদি মহাপ্রলয়ে ভাঙে সাজানো বাসর
যদি আপন মানুষ-জন হয়ে যায় পর!
যদি ভিটেমাটি সবকিছু কেড়ে নেয় ঢেউ
যদি বিপদ আপদে পাশে না থাকে কেউ;
তবুও তুমি হাল ছেড়ে দিও নাকো কভু
মনে রেখো সদা আছে সাথে এক প্রভু।


যদি জীবনের পথে বাঁধা আসে বারবার
যদি রোষানলে পুড়ে সব হয় ছারখার!
যদি কোনো রোগ শোক কুড়ে কুড়ে খায়
যদি জীবনের পথ ভুলে হও নিরুপায়!
তবুও তুমি প্রাণে রেখো সদা মনোবল
মনে রেখো মনোবল'ই বয়ে আনে ফল।